রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

ত্রিশাল উপজেলার সাউথকান্দায় মে দিবসের অনুষ্ঠানে বাধা


ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাউথকান্দা এলাকায় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত বাধার ঘটনা ঘটেছে। শ্রমিকদের আন্তর্জাতিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক মে দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করেছিল।


প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর ৩ দিন আগেই কিছু অজ্ঞাত ব্যক্তি এসে কার্যক্রমে বাধা সৃষ্টি করে। এতে আয়োজকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও অনুষ্ঠান স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না ।


আয়োজকরা অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই শ্রমিকদের মত প্রকাশের স্বাধীনতা নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে। তারা বলেন, মে দিবস হলো শ্রমজীবী মানুষের সংগ্রামের দিন, সেখানে বাধা দেওয়া স্বাধীনতার পরিপন্থী।


এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শ্রমিক সংগঠনগুলো ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন