রবিবার, ২১ আগস্ট, ২০১১

new tips computer by rokib


ছবি ব্লগ : নষ্ট সিডি দিয়ে টেবিল ল্যাম্প

cd_lamp_01.jpg
সিডি রাইট করার সময় নষ্ট হয়ে গেলে আমরা তা ফেলে দিই। এছাড়া বিভিন্ন প্রোডাক্টের সাথে অনেক সিডি পাওয়া যায় যা নির্দিষ্ট কাজের পর আর তেমন কাজে আসে না। একটু মাথা খাটিয়ে আমরা এসব সিডিগুলো দিয়ে সুন্দর একটা টেবিল ল্যাম্প বানিয়ে ফেলতে পারি। ছবিগুলো দেখলে ব্যাপারটা আপনাদের কাছে আরো পরিস্কার হয়ে যাবে
cd_lamp_02.jpgcd_lamp_03.jpgcd_lamp_04.jpgcd_lamp_05.jpgcd_lamp_06.jpg












পিসি দিয়ে কন্ট্রোল করুন ঘরের সব বৈদ্যুতিক যন্ত্রপাতি

pc_control.jpg
আমার মনে হয় পেন্টয়াম মানের কম্পিউটার এখন অনেকের বাসার স্টোর রুমে খুঁজলে পাওয়া যাবে। আপনার কাছে যদি এধরনের কম্পিউটার থাকে সেটাকে আপনি আপনার সহকারি বানিয়ে ফেলতে পারেন যার কাজ হবে বাড়ির সব বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ন্ত্রন করা প্রজেক্টটির দুটো অংশ আছে হার্ডওয়্যার সফটওয়্যার অংশ। হার্ডওয়্যার অংশে রয়েছে আটটি রিলে বা বৈদ্যুতিক সুইচ সহ কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট। এটি পিসির প্যারালাল বা প্রিন্টার পোর্টে লাগানো থাকে। সার্কিট ডায়াগ্রাম সহ বিস্তারিত পাবেন এই লিংকেআর সফটওয়্যার ডস উইন্ডোজ দুই ভারশনের পাওয়া যায়। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি প্রত্যেকটি রিলেকে আলাদাভাবে অন/অফ করতে পারবেন সফটওয়্যার ডাউনলোড করুন এখান থেকে









আলু থেকে বিদ্যু ৎপাদন

potato_power1.jpg
আলু শুধু খাদ্য হিসেবেই সুস্বাদু পুষ্টিকর নয় বিদ্যু শক্তির ৎস হিসেবে দারুন। বিশ্বাস হচ্ছে না??? ঠিক আছে হাতে কলমেই করে দেখুন।
যা যা লাগবে:
. কয়েকটা আলু
. লোহার পেরেক
. তামার পাত
. কিছু তার
potato_power3.jpg
সংযোগ পদ্ধতি:
চিত্রের মত করে পেরেক তামার পাত আলুতে গেঁথে তার দিয়ে ছোট ডিজিটাল ক্লক অথবা এলইডিতে সংযোগ দিন। ব্যাস, হয়ে গেল।
potato_power2.jpg
ইন্টারনেট থেকে সংগৃহীত















পুরনো মডেমকে ফোন কল রেকর্ডারে রুপান্তর করুন

phone_rec5.jpg
আপনার কাছে যদি একটা ইন্টারনাল অথবা এক্সটার্নাল মডেম থাকে যা কোন কাজে আসছে না তবে এই মডেমটিকে খুব সহজেই আপনি ফোন কল রেকর্ডারে রুপান্তর করতে পারেন। যাদের কাছে পুরনো মডেম নেই তাদেরও নিরাশ হবার কোন কারন নেই। কারন আমরা মডেম থেকে কিছু কম্পোনেন্ট খুলে নেব তাই যাদের কাছে মডেম নেই তারা কম্পোনেন্টগুলো বাজার থেকে কিনে নিলেই হবে
যা যা খুলে নিতে হবে:
-একটি অডিও ট্রান্সফর্মার
-দুইটি ১০ কিলোওহমস বা কাছাকাছি মানের জিস্টর
-দুইটি IN 4001 gw ওই ধরনের ডায়োড
-দুইটি ১০ মাইক্রোফারাড বা কাছাকাছি মানের ক্যাপাসিটর
-দুইটি ফিমেল ফোন সকেট
-একটি অডিও আউটপুট সকেট
সবকিছু যোগার হয়ে গেলে নিচের সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী তৈরী করে ফেলুন। অন্যান্য ছবিগুলোও ব্যাপারে যথেষ্ট সাহায্য করবে সার্কিটটি তৈরী হয়ে গেলে ফোন সকেটের একটাতে ফোন লাইন থেকে এবং অন্যটার সাথে ফোন সেটের সংযোগ দিন। একটা অডিও ক্যাবল(যে ক্যাবল দিয়ে সাবওফারের সাথে সাউন্ডকার্ডের সংযোগ দওয়া হয়) দিয়ে অডিও আউটপুট সকেট থেকে কম্পিউটারের সাউন্ডকার্ডের লাইন ইনে সংযোগ দিন। এবার যেকোন অডিও রেকর্ডিং সয়টওয়্যার দিয়ে ভয়েস রেকর্ড করুন। রেকর্ডিং সফটওয়্যার হিসেবে জেটঅডিও বা অডাসিটি ব্যবহার করতে পারেন।
phone_rec.jpgphone_rec1.jpg











আসুন হ্যাকিং শিখি (পর্ব-০১)

hacking.jpg
আপনার পিসির অপারেটিং সিস্টেম উইন্ডোজ ২০০০/এক্সপি/২০০৩। আপনি এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড ভুলে গেছেন এখন উইন্ডোজ আবার ইনস্টল করতে হবে অথবা আপনার উপর কেউ এডমিনিস্ট্রেটরগিরি করছে ফলে কোন সফটওয়্যার ইনস্টল করতে পারছেন না। চলুন দেখা যাক এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড কিভাবে হ্যাকিং করা যায়
আপনার যা লাগবে:
1. chntpw ডাউনলোড করুন এখান থেকে পাসওয়ার্ড হবে jewelosman@gmail.com
2. উইন্ডোজ ৯৮ এর বুটডিস্ক
কাজ শুরু:
chntpw.rar ফাইলটি ডাউনলোড করে সি ড্রাইভে chntpw নামে একটা ফোল্ডারের মধ্যে cygwin1.dll chntpw.exe ফাইল দুটি রাখুন। উইন্ডোজ ৯৮ এর বুট ডিস্ক তৈরী করা না থাকলে তৈরী করে নিন। বুট ডিস্ক দিয়ে পিসিটি বুট করুন। নিচের কমান্ডগুলো দিন।
c:
cd c:\****\system32\config (XP = windows, 2000 = winnt)
copy sam C:\chntpw

রিস্টার্ট করে পিসি নরমালি বুট করুন। স্টার্ট মেন্যু থেকে Run… যান লিখুন cmd ওকে দিন। কমান্ড শেল ওপেন হবে। নিচের কমান্ডগুলো দিন।
cd\
cd chntpw
chntpw sam

নিউ পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে। যেকোন পাসওয়ার্ড দিয়ে এন্টার দিন। কনফার্মেশনের জন্য ওয়াই দিন। স্যাম ফাইলটি মডিফাই হয়ে গেল। এবার আপনার যখন প্রয়োজন হবে বুট ডিস্ক দিয়ে পিসি বুট করে অরিজিনাল স্যাম ফাইলটা ব্যাকআপ নিয়ে আপনার মডিফাইড স্যাম ফাইলটা c:\windows\system32\config লোকেশনে দিন। ব্যাস, আপনার হাতে পুরো ক্ষমতা।







ইউএসবি কচ্ছপ

turtle.jpg
এই লেখাটা যাদের জন্যঃ
. আপনি ইলেকট্রনিক্সের প্রজেক্ট িয়ে আগ্রহী।
. ইলেকট্রনিক্সের বেসিক কম্পোনেন্ট গুলো (যেমনঃ- রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর ইত্যাদি) সম্পর্কে মোটামুটি জানেন।
. অপনার কাছে একটা সোলডারিং আয়রন (তাতাল) আছে। এবং সেটা আপনি ব্যবহার করতে পারেন
এবার মুল প্রসংগে আসি। এটি খুবই সরল একটা প্রজক্ট। বানানোর জন্য আপনার প্রয়োজন হবেঃ-
টি ইউএসবি ক্যাবল
১টি এলইডি(লাইট এমিটিং ডায়োড)
১টি ১০০ থেকে ১৫০ ওহম রেজিস্টর
১টি প্লাস্টিকের ট্রানসপারেন্ট কচ্ছপ(কচ্ছপ না পেলে যেকোন ট্রানসপারেন্ট পুতুল হলেও চলবে)
প্রখমে ইউএসবি ক্যাবলের ২নং ৩নং তার দুটো ২নং িত্রের মত কেটে বাদ দিন। রেজিস্টরের একপ্রান্ত ইউএসবি ক্যাবলের ১নং তারের সাথে এবং অপর প্রান্ত এল,,ডি, সাথে সোলডার করুন(৪নং চিত্র) ইউএসবি ক্যাবলের ৪নং তার এলইডি সাথে সরাসরি সোলডার করুন(৪নং চিত্র) এবার ইউএসবি ক্যাবলটি কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগান দেখবেন এলইডি টি জ্বলছে। প্রথম ধাপের কাজ শেষ। ৬নং চিত্রের মত করে কচ্ছপটির পিছনে ছিদ্র করুন।আপনার কাছে যদি ড্রিল মেশিন না থাকে সেক্ষেত্রে যারা ড্রিলের কাজ করে তাদের সাহায্য নিতে পারেন। গর্তের মধ্যে কয়েক ফোটা সুপার গুলু দিন( ৭নং ৮নং চিত্র)রেজিস্টর সহ এলইডি টি গর্তের মধ্যে ঢুকিয়ে দিন এবং গর্তটি সুপার গুলু (মাফ করবেন আর যুক্ত করে লিখতে পারছিনা) দিয়ে ভরাট করে দিন ব্যাস কাজ শেষ। ঘরের আলো নিভিয়ে দিয়ে ইউ,এস,বি, ক্যাবলটি কম্পিউটারে লাগান ৯নং চিত্রের মত লাগছে????? আরো কিছু জানার থাকলে মন্তব্য করুন।
usbcon.jpg
বিঃ দ্রঃ- ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহিত







অনলাইনে বাংলা তথ্যপ্রযুক্তি পত্রিকা

মাসিক কম্পিউটার জগ
মাসিক -বিজ
টেকনোলজি টুডে
কম্পিউটার বার্তা
মাসিক ইলেক্ট্রনিক্স এন্ড কম্পিউটার টেকনোলজি
আইসিটিব্যারোমিটার
অনলাইন আইসিটি জার্নালিজম
আপনাদের আরো জানা থাকলে দয়া করে মন্তব্যে পোস্ট করুন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন