অতি অল্প সময়ে ভাইরাল হলো মোঃ রিপন মিয়া যাকে সবাই রিপন ভিডিও নামে চেনে, আবার কেউ কেউ তাকে রিপন দা বলেও ডাকে।
তার গ্রামের বাড়ি দক্ষিণ বিশিউড়া বাজার, নেত্রকোনা
সে ইদানিং ফেইসবুক লাইভে বিভিন্ন ধরনের ছন্দ, ছোট কবিতা, গান করে ও মানুষকে বিনোদন দিয়ে আজ ভাইরাল হয়েছে। বর্তমানে তাঁর ফেসবুক পেইজে তিন লাখ এর উপরে ফলোয়ার্স রয়েছে। তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তার এই ধরনের আবেগময়ী বিভিন্ন ধরনের স্ট্যাটাস ছন্দ বলার কারণ হল, সে একটি মেয়েকে পছন্দ করত ও ভালোবাসতো কিন্তু সেই মেয়েটি তাকে ছেড়ে চলে যায় তারপর থেকে সে এ ধরনের ছন্দ নিজে নিজে তৈরি করে এবং সে এটাও বলে তার গার্লফ্রেন্ড হারিয়ে আজ সে কবি হয়ে গেছে, কিন্তু এই রিপন মিয়া অত্যন্ত সহজ-সরল শান্ত প্রকৃতির একটি ছেলে তার সাথে দেখা না করলে বুঝতে পারতাম না তার আচার-আচরণ দেখে মনে হবে যেন সে সব সময় হাসিখুশি, মানুষকে বিনোদন দিতে ভালোবাসে এবং তাকে এত মানুষ হা হা রিয়েক্ট দেয় তারপরেও সেটা ভালবাসা হিসেবে গ্রহণ করে সাক্ষাৎকারে সে একথা বলে আরো বলে আমি অনেক টাকার মালিক, কারণ আমাকে তিন লাখেরও বেশি মানুষ পছন্দ করে বিস্তারিত আগামী পোস্টে পাবেন যদি আমাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন